বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিমানের চেয়ারম্যান ও এমডির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।
গত ১৫ জানুয়ারি এক প্রজ্ঞাপনে বিমান পরিচালনা পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে মোস্তফা কামাল উদ্দীনকে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে তারা মঙ্গলবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বিমানের চেয়ারম্যান এবং এমডি ও সিইও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সময় স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান এবং বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ মো. ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
আরইউ/