খেলতে গিয়ে প্রান গেল দুই শিশুর

বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক ॥ ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে প্রান গেল দুই শিশুর। ঘটনাটি ঘটে, শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে।
নিহত দুই শিশু হলো- ওই এলাকার ওসমান গণির মেয়ে আছিয়া আক্তার (৪) ও সাইদুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার (৪)। ওই দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয়রা বলেন, বেলা ১১টার দিকে আছিয়া ও তানিয়াসহ কয়েকজন শিশু বাড়ি থেকে ২০০ গজ দূরে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। এ সময় শিশু আছিয়া ও তানিয়া পুকুরের পানিতে পড়ে যায়। তাদের চাচাতো ভাই শিশু জুবায়ের (সাড়ে ৩ বছর) দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরইউ/
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন